চ্যাম্পিয়ন জার্মানির নাটকীয় জয়

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়বে শিরোপাধারী জার্মানি! এরচেয়ে কঠিন আর বড় দুর্ঘটনা বিশ্বকাপের আসরে আর কিই বা হতে পারে। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তৈরি হওয়া সেই সম্ভাবনাকে হাওয়াই উড়িয়ে দিলো জার্মানরা। সুইডেনের বিপক্ষে ম্যাচে জানিয়ে দিলো, আমরাই চ্যাম্পিয়ন!

শিষ্যদের এদিন মন্ত্রটা বেশ ভালোই কানে দিয়ে মাঠে নামিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। মেক্সিকোর বিপক্ষে দুর্বল পারফরম্যান্স আর হারের হতাশার ছিটেফোঁটা ছিলো না এদিন জার্মানদের চালচলনে।

গোটা ম্যাচে জার্মানির খেলা ছিলো চ্যাম্পিয়নের মতোই। মুহুর্মুহু আক্রমণ আর গোলের অসংখ্য সুযোগ তৈরি করে দিশেহারা করে রেখেছিলো সুইডেনের রক্ষণকে। নিজেদের রক্ষণ সামলে কদাচিৎই আক্রমণে যেতে পেরেছে সুইডিশরা।

ম্যাচের ফলাফল অবশ্য পুরোপুরি তুলে ধরছে না জার্মানদের মাঠের পারফরম্যান্স। ম্যাচের ৭৬ শতাংশ বলের দখল রেখে খেলে জার্মানি অন্তত অর্ধ ডজন দারুণ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

ম্যাচের ৩২ মিনিটে জার্মানিকে হতাশায় ডোবান ওলে টয়ভোনেন। ভিক্টর ক্লিসনের সহায়তায় দারুণ শটে পরাস্থ করেন ন্যয়ারকে।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতী যাওয়া জার্মানি সমতায় ফেরে বিরতী থেকে ফিরেই। ডি বক্সের বামপ্রন্ত থেকে মারিও গোমেজের বাড়ানো বল জটলার ভেতর থেকে দারুণ প্লেসমেন্টে জালে জড়ান মার্কো রুইস। ১-১ গোলের সমতা ফেরে খেলায়।

৫০ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিকে মুলারের হেড সুইডেনের গোল পোস্টে বাতাস দিয়ে চলে যায়।

৫৬ মিনিটে ডি বক্সের ভেতরে বল পেয়ে যান হেক্টর। তবে বলে-বুটে টিকমতো টাইমিং হয়নি। দুর্বল শট গ্লাভসবন্দ্বী করতে খুব বেশি সুইডেন গোলরক্ষক ওলসেনের।

৬০ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করেন রুইস। ডানপ্রন্ত থেকে কিমিচের বাড়ানো বল যাচ্ছেতাইভাবে ব্যাকহিল করতে গিয়ে মিস করেন রুইস। গোলকিপার ছাড়া কেউই সামনে ছিলো না। সরাসরি পোস্টে শট করলেই হয়তো এগিয়ে যেতে পারতো জার্মানি।

মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেয় জেরোমি বোয়েটাংয়ের লালকার্ড। ব্রেগকে বাধা দিতে গিয়ে আগে থেকে একটি হলুট কার্ড ঘাড়ে থাকা বোয়েটাং মাঠ ছাড়েন লালকার্ড দেখে।

দশ জনের দলে পরিণত হওয়ার পরেও জার্মানদের আক্রমণের ধার কমেনি এতটুকু। ৮৮ মিনিটে মারিও গোমেজের হেড রুখে দিয়ে নিশ্চিত গোল এড়ান সুইডিস গোলরক্ষক ওলসেন।

খেলার অন্তিম মুহূর্তে (৯৫ মিনিটে) ফ্রি কিকে রুইসের কাছ থেকে ওয়ান টাসে বল নিয়ে দৃষ্টিনন্দন ব্যানানা কিকে গোলকিপার ওলসেনকে পরাস্ত করেন টনি ক্রুশ। ২-১ গোলে এগিয়ে যায় জার্মানি।

এ জয়ে বেশ ভালোভাবেই শীর্ষ ষোলয় উঠার লড়াইয়ে ঠিকে থাকলো জার্মানি। ‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচেই নিষ্পত্তি হবে সুইডেন এবং জার্মানির ভাগ্য। দুই ম্যাচে এখন পর্যন্ত দুই দলেরই পয়েন্ট সমান-৩। এরইমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলা মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে সুইডেন। আর এরইমধ্যে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ জার্মানি।