দেশ থেকে বিদেশে আসে পরিবারের মুখে হাসি ফুটাতে, পরিবারের সবাইকে ভালো রাখতে, স্বচ্ছ স্বাবলম্বী হতে, পরিবারের কথা চিন্তা করে নিজের দুঃখ কষ্ট ভূলে গিয়ে কাজ করে ।পরিবারকে বুঝতে দেইনা যে তারা কষ্টে থাকে, কারণ তারা দেশের পরিবারের জন্য চিন্তা করে।
যশোরের উপজেলার কয়ারপাড়া গ্রামের জীবন মুখার্জীর ছেলে প্রকাশ মুখার্জী (২২) শ্রমিক হিসেবে পহেলা জুন মালয়েশিয়া যান। কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়ে মাত্র ২৩ দিনের মাথায় লাশ হয়ে বাড়ি ফিরলেন।আজ রোববার সকালে মালায়েশিয়া থেকে যশোরের চৌগাছার প্রকাশ মুখার্জীর লাশ গ্রামে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় তার লাশের সৎকার করা হয়েছে।
জানা যায়, গত ২ জুন প্রকাশ মালায়েশিয়ার পেনাক শহরে একটি কোম্পানিতে কাজে যোগদান করেন। তার বাবা জানান, প্রকাশসহ কয়েকজন বন্ধু পেনাক শহরের একটি মেসে থাকতেন। যেখানে প্রকাশই একমাত্র হিন্দু ধর্মের ছিলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
গত ঈদুল ফিতরের দিন সকালে সবাই নামাজ পড়তে যান। প্রকাশ একা মেসে ছিলেন। নামাজ শেষে বন্ধুরা এসে দেখেন প্রকাশ ঘরের মেঝেতে পড়ে আছেন। সাথে সাথে তাকে স্থানীয় জহুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অনেক আগেই প্রকাশ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান।প্রকাশের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।