অল্পের জন্য রক্ষা পেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট!

সমাবেশ করতে গিয়ে বোমা হামলার শিকার হয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগ্যা। রবিবার জিম্বাবুয়ের বুলাওয়াইয়ো শহরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রী ডেভিড পারিরেনিয়াত্যা এ কথা জানান।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, আমার মাত্র কয়েক ইঞ্চি দূরে একটি বোমা বিস্ফোরিত হয়। কিন্তু এবার আমার মরার সময় নয়।

শেষ খবর পর্যন্ত বোমা হামলার হতাহত মানুষের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে, প্রত্যক্ষদর্শীরা জানান, আহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রসঙ্গত, ৩০ জুলাই জিম্বাবুয়ের জাতীয় নির্বাচন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই সমাবেশ গিয়েছিলেন প্রেসিডেন্ট।