সিরিয়ায় ইরাকি বিমান হামলায় ৪৫ আইএস জঙ্গি নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৪৫ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সিনিয়র নেতাও রয়েছেন।

হামলা চালানো হয়েছে হাজিন শহরের তিনটি বাড়ির উপর। সেখানের আইএস নেতারা বৈঠকে বসে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, সিরিয়ার হাজিন শহরে পরিখা দিয়ে সংযুক্ত তিনটি বাড়িতে হামলা চালিয়েছে ইরাক। সেখানে আইএস নেতারা এক বৈঠকের জন্য মিলিত হয়েছিল। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত শেষ এলাকা এটি।

ইরাকি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন, আইএসের উও যুদ্ধ-মন্ত্রী, একজন মিডিয়া প্রধান, পুলিশ প্রধান ও জঙ্গি গোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদির ব্যক্তিগত দূত।

ইরাকি সেনা বাহিনী আইএস তথা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া সরকারকে সহয়তা করছে। সন্ত্রাসী গ্রুপগুলো ইরাক ও সিরিয়ার সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে।

গত ডিসেম্বর মাসে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী বলেছিল, এক সময় আইএস দাবি করত সিরিয়া এবং ইরাকের সীমান্ত এলাকার ৯৮ শতাংশ দখল করে নিয়েছে, সে স্থান এখন পুনরুদ্ধার করা হয়েছে।