নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কয়টি গোল করলে শেষ ষোলতে নিশ্চিত করবে অবশেষে জানা গেলো সে সমীকরন!

আর্জেন্টিনা দলকে আরেকটি সুযোগ দিল নাইজেরিয়া। আজ আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সুপার ঈগলরা। আর যদি আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়া হেরে যেত তাহলে নাইজেরিয়ার সাথে সাথে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে আসরে অন্যতম সেরা দল আর্জেন্টিনা।জানা গেল শেষ ম্যাচে

আহমেদ মুসার দুর্দান্ত পারফরম্যান্সে আইসল্যান্ডকে হারায় নাইজেরিয়া। মুসা জোড়া গোল করেন। এছাড়া তিনি পুরো ম্যাচে খেলেছেও দুর্দান্তু।

শেষ ম্যাচে এই নাইজেরিয়ারই মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনাকে তো জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকে। ওই ম্যাচে আইসল্যান্ডের হার কিংবা ড্রও আর্জেন্টিনাকে তুলে দেবে দ্বিতীয় রাউন্ডে।

আর্জেন্টিনাকে শেষ ষোলো নিশ্চিত করতে হলে এরপর ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে। আর যদি ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচে আইসল্যান্ড জয়লাভ করে সে দিক দিয়ে গোলের হিসাবে যে দল এগিয়ে থাকবে তারা পৌঁছে যাবে শেষ ষোলতে।

আইসল্যান্ডের থেকে দুই গোল বেশি করতে পারলে শেষ ষোলোতে যেতে পারবে আর্জেন্টিনা। যদি
ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচে আইসল্যান্ড ১-০ গোলে জয়লাভ করে তাহলে আর্জেন্টিনাকে নাইজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করতে হবে।