মেসি সম্পর্কে আপনি কতটুকু জানেন?

★ মেসির বার্ষিক ইনকাম ৮৪০ লক্ষ ইউরো।

★মেসি তার ৮০% ইউনিসেফকে দান করে দেয়।

★চ্যারিটেবল ট্রাস্ট ইউনেস্কোর ৪৭% আয় আসে মেসির দান থেকে।

★ সারা বিশ্বের ১৮৯ টি দেশের ৮৬৪৩ টি স্কুল তৈরিকারী ব্যক্তি হলেন মেসি।

★মেসি বছরে ৪০ মিলিয়ন শিশুদের স্কুলের ব্যয়ভার বহন করে।

★মেসি বার্সেলোনা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো নেয় তাই না? এই অর্থের বড় একটি অংশ দান করেন বার্সারই যুব প্রকল্প লা মাসিয়াতে যেখানে মেসি নিজেই বড় হয়েছেন।

★ মেসির চ্যারিটেবল ট্রাস্ট মেসি ফাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথ শিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।

★মেসি কর ফাঁকির মামলায় পাওয়া ৬৫ হাজার ইউরো গরিব শিশুদের মাঝে দান করে দিয়েছেন।

★মেসি বিশ্বকাপে রানার্সাপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছিলেন।

★ইজরাইল যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল তখন মেসি বলেছিল আমি ঘৃনা করি ঐ সমস্ত ব্যক্তিদের যারা শিশুদের উপর আঘাত করে এবং পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে সেই শিশুদের মাঝে দান করেছিলেন ১০ মিলিয়ন ইউরো।

★ফোর্বেস এর তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছে।