দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নিলো নাইজেরিয়া। সেই সাথে নিজেদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভবনা উজ্জল করলো দলটি। তবে শুধু কি নিজেদের জন্য লড়েছে আজ? আর্জেন্টিনার দিকে তাকালে মনে হবে নাইজেরিয়া আজ আর্জেন্টিনার জন্যও লড়েছে। কারণ নাইজেরিয়ার জয়ের সাথে সাথে দ্বিতীয় পর্বে খেলার সম্ভবনা এখনো বেঁচে আছে হতাশায় নিমজ্জিত মেসিদের। নিজেদের আগামী ম্যাচে মুখোমুখি হবে নাইজেরিয়া ও আর্জেন্টিনা। সেখানেই নির্ধারন হবে কে যাবে পরবর্তী পর্বে।
দুই শূন্য গোলে দিনটি নিজেদের কোরে নিয়েছে নাইজেরিয়া। দেখিয়েছে দূর্দান্ত পারফামেন্স। আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে হারিয়ে দিয়েছে নাইজেরিয়া।
ডি গ্রুপের সমীকরণ জটিল হয়ে উঠেছে। এই গ্রুপ থেকে দুই ম্যাচে দুই জয় নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। এরপর দ্বিতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। আইসল্যান্ডের সাথে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নেয়ার মাধ্যমে নাইজেরিয়ার পয়েন্ট হলো ৩।
অন্যদিকে একটি ম্যাচে ড্র আর একটি ম্যাচে পরাজয়ের কারণে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের সমান ১ পয়েন্ট। তাই দ্বিতীয় পর্বে জেতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার। সেই সাথে ক্রোশিয়ার কাছেও হারতে হবে আইসল্যান্ডকে।