মুসার জোড়া গোলে আর্জেন্টিনার স্বস্তি

নাইজেরিয়ার ফরোয়ার্ড আহমেদ মুসার জোড়া গোলে ভর করে আইসল্যান্ডকে ২-০ হারাল সুপার ঈগলরা। মুসার এক একটা গোলে যেন নাইজেরিয়ান সমর্থকরা নয়, স্বস্তি ফিরে পেয়েছে আর্জেন্টিনা তথা বিশ্বব্যাপী তাদের লাখো কোটি ভক্ত। ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি পেয়েও গোলের সহজ সুযোগ মিস করেন আইসল্যান্ডের মিডফিল্ডার সিগুর্সন৷

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল নবাগত আইসল্যান্ড। কিন্তু আফ্রিকান ঈগলদের সামনে হার মানতে বাধ্য হয় বরফের দেশটি। যদিও ম্যাচের শুরুতে বল দখলে সমান ছিল দুটি দলই। কিন্তু প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ মিস করে আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরোয়ার্ড মুসার পা থেকে গোল পায় নাইজেরিয়া। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আইসল্যান্ড। ৭৫ মিনিটে আরও একবার আইসল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়ান মুসা।

আফ্রিকার দলটির এই জয় নাইজেরিয়ার সমর্থকদের পাশাপাশি এক ঝলক স্বস্তির বাতাস নিয়ে আসে আর্জেন্টাইন সমর্থকদের কাছেও৷ নাইজেরিয়ার এই জয়ের ফলে বিশ্বকাপে মেসিদের আশা এখনো বেঁচে থাকল। শেষ ম্যাচে নাইজেরিয়ার সাথে আর্জেন্টিনা জিততে হবে এবং তাকিয়ে থাকতে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের দিকে। সেই ম্যাচে আইসল্যান্ড হারলে কিংবা ড্র করলে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে মেসিরা।

নাইজেরিয়া ম্যাচ জিতলেও গোল করার একাধিক সুযোগ ছিল আইসল্যান্ড ফুটবলারদের সামনে৷ ৩৮ মিনিটে দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল আইসল্যান্ডের দুই খেলোয়াড়ের কাছে। বিয়ারনাসন এবং বোভারসন কেউই সে সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও দু’টি সুযোগ নষ্ট করেন আইসল্যান্ডের মিডফিল্ডার সিগুর্সন এবং বোভারসন।

দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ার আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যান নাইজেরিয়ান ফরোয়ার্ড মুসা। ৪৯ মিনিটে গোলপোস্টের কাছ থেকে দ্রুতগতির শটে গোল করেন এই নাইজেরিয় ফরোয়ার্ড। ৭৫ মিনিটে বেশ কিছুটা দূর থেকে নিজ দক্ষতায় বল বের করে নিয়ে এসে আইসল্যান্ডের জালে বল ঠেলে দেন মুসা।

৮৩ মিনিটে আইসল্যান্ডের স্ট্রাইকার ফিনবোগাসনকে নাইজেরিয়ান রাইট-ব্যাক ইবেহি ধাক্কা দিলে পেনাল্টি পায় আইসল্যান্ড। কিন্তু পেনাল্টি শট নিয়ে বল গোলপোস্টের উপর উড়িয়ে মারেন সিগুর্সন। পেনাল্টি মিস করে আইসল্যান্ডের দর্শকদের হতাশ করার সঙ্গেই দলের জয়ের রাস্তায় কাঁটা বিছিয়ে দেন তুষারভূমির এই মিডফিল্ডার।