সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে ব্রাজিল-কোস্টারিকার। দুরন্ত ফুটবল খেলছে দুই দল। হঠাৎ চোখে পড়ল ব্রাজিলের গোলপোস্টের ঠিক পেছনে বাংলাদেশের পতাকা টানানো। বুকটা গর্বে ফুলে উঠল। লাল-সবুজের এই পতাকা কে টানাল হলুদ সাগরে! খোঁজ নিয়ে জানা গেল, ফিফার ডোপিং কন্ট্রোল বিভাগে দায়িত্বরত বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ আবদুল মতিন লাগিয়েছেন এই পতাকা। তিনি বলেন, ‘আমি দেশের পতাকা সবাইকে দেখানোর জন্যই এখানে টানিয়েছি।’ ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাংলাদেশে মাতামাতি আছেই। এমন মাতামাতি সারা দুনিয়াতেই আছে। লাল-সবুজের পতাকার এই উপস্থিতি ছিল সত্যিই অসাধারণ। অবশ্য গ্যালারিতে আরও অনেকেই ছিল বাংলাদেশের। মস্কো থেকে খেলা দেখতে এসেছিলেন বাবু সাইদুর রহমান। তিনি জানালেন, আমি কেবল ব্রাজিলের ম্যাচটা দেখতেই এতদূর থেকে এসেছি। এমনই আরও কত ব্রাজিল সমর্থক যে দুনিয়ার নানা প্রান্ত থেকে ছুটে এসেছে সেন্ট পিটার্সবার্গে!