সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় ১৭, রংপুরে ছয়জনসহ সারা দেশে প্রায় ৩৩ জনের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এরশাদ।
শোকবার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আইনের বিধান নিশ্চিত করে সড়ক-মহাসড়ক নিরাপদ করতে আহ্বানও জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।