৯০ জন পাকিস্তানি হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভারতের আহমেদাবাদ জেলা প্রশাসন শুক্রবার এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় দলিলাদি তুলে দিয়েছে। ১৯৫৫-র ভারতীয় নাগরিকত্ব আইনের ধারা মেনে জেলা কালেক্টর বিক্রান্ত পাণ্ডে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র তাদের হাতে তুলে দেন।
জানা গেছে, ওই ৯০ জন পাকিস্তানি হিন্দু পাকিস্তানের সিন্ধু প্রদেশে বসবাস করতেন।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর সরকার স্বাক্ষরিত এক গেজেট গ্যাজেট অনুসারে আহমেদাবাদ, গান্ধীনগর এবং কুচ জেলাসমূহের কালেক্টরেটগুলোতে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার সুপারিশ করা হলো।