বাংলাদেশকে চরম ভাবে অপমান করলেন বিরাট কোহলি!

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার একটি পূর্নাং সিরিজ। তবে সেই সিরিজটা ভারতের জন্য বেশ কঠিন হবে বলেই মনে করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এই ব্যাপারে কোহলি বলেন ,’ আমার মনে হচ্ছে এই সিরিজিটা বেশ কঠিনেই হবে আমাদের জন্য। আমি মনে করছি না যে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছি। এই সিরিজে আমাদের পরিকল্পনাটা বেশ ভিন্ন এবং আমরা সেই হিসেবেই সামনের দিকে আগাচ্ছি।’

নিজের ইনজুরির ব্যাপারে কোহলি বলেন ,’ আমি ১০০% ফিট। আমি আমাদের দলের জন্য যেকোন কিছু করতে পারি। আমার মুম্বাই প্র্যাকটিসে খুব ভালো সিজন গিয়েছে। আমার ঘাড়ের ব্যাথাটাও কমে গিয়েছে। আমি মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত এবং দলের হয়ে ১০০ ভাগেই দিতে চাই।’

‘আমি মনে করছি না যে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছি’ এই কথাটুকুর দ্বারা কি বোঝাতে চাইলেন কোহলি? বাংলাদেশ কি ভারতের জন্য এতটাই সহজ? যে বাংলাদেশের সাথের সিরিজগুলোর জন্য তাদের কোনো পরিকল্পনা করতে হয় না বা টাইগারদের বিপক্ষে ম্যাচগুলো তাদের মোটেও কঠিন মনে হয়না। কোহলি যাই ভাবুক না কেনো কিন্তু তার কথায় এটা পরিষ্কার বাংলাদেশকে ছোট করতে কিঞ্চিৎ পরিমানেরও লজ্জা হল না তার।