ব্রাজিল ফুটবল দলের সমর্থনে সেদেশের পতাকার আদলে তৈরি বাড়ি পরিদর্শন করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। নারায়ণগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ নামে খ্যাত বাড়িটি পরিদর্শনে যান তিনি।
ব্রাজিলের খেলা ভালোবেসে নারায়ণগঞ্জে ব্রাজিলের পতাকার রংয়ে নিজের বাড়ি রাঙিয়েছেন এক সমর্থক। ব্রাজিল বাড়ি নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে এই বাড়িটি।
এ খবরে ব্রাজিলের রাষ্ট্রদূত বাড়িটি পরিদর্শনে যান। বাড়ির সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করছেন রাষ্ট্রদূত। এসময় তিনি বলেন, ফেভারিটের মতোই খেলে ব্রাজিল জয়লাভ করবে।
এদিকে ব্রাজিলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল।