মেসিদের পথেই এগুচ্ছেন নেইমাররা! হতাশ ব্রাজিল সাপোর্টাররা

বেলজিয়ামের বিপক্ষে লিড নিয়েও ধরে রাখতে পারেনি। তাতে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার কোস্টারিকার মুখোমুখি হয়েছে সর্বশেষ ২০০২ সালে শিরোপা জয়ীরা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধে গোল আদায় করতে ব্যর্থ তিতের দল। সেলেকাওদের রুখে দিয়েছে কোস্টারিকা।

এদিন দল দখলে এগিয়ে থাকলেও ব্রাজিল দলে আক্রমণভাগে সমন্বয়হীনতা ছিল স্পস্ট। নেইমার, জেসুস, কুতিনহো, উইলিয়ানরা একাধিক সুযোগ হাতছাড়া করেছেন। আক্রমণে ওঠেও সেগুলো আবার বেশিরভাগই ধার হারিয়েছে কোস্টারিকা ডিফেন্সে।

কোস্টারিকা অবশ্য খেলছে ব্রাজিলকে শুধু রুখ দেয়ার জন্যই। ড্রই মূল লক্ষ্য তাদের খেলায় সেটি ছিল স্পষ্ট। নেইমারকে শুরু থেকে এদিন মার্কিংয়ে রেখেছে তারা। যেমনটা বেলজিয়াম ম্যাচে ফাউলের শিকার হয়েছেন তেমনটা না হলেও বেশ কবারই মাটিতে গড়াগড়ি খেতে হেলো নেইমারকে।

অবশ্য ম্যাচের ১২ মিনিটে দারুণ এক আক্রমণে ব্রাজিল রক্ষণ কাঁপিয়ে দেয় কোস্টারিকা। তবে ২৬ মিনিটে সহজ এক সুযোগ হাত ছাড়া করেন নেইমার। গলরক্ষককে প্রায় একা পেয়েও গোল করতে পারেননি তিনি। কোস্টারিকা ডিফেন্স ভেদ করে নেইমারের উদ্দেশে দারুণ এক পাস দিয়েছিলেন কুতিনহো। কিন্তু প্রথম দফায় বল ধরাটা ভালো ছিল না নেইমারের।

৩১ মিনিটে নেইমারের ক্রস জেসুসের মাথায় লাগার আগে কোস্টারিকা ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করেন। এরপরও বেশকটি আক্রমণ করে গেল ব্রাজিল। কিন্তু কোনোটিতেই ভালো ফিনিশিং দিতে পারেনি তারা।

নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে কোস্টারিকা নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে হেরেছে ০-১ গোলে।