ব্রেকিং আর্জেন্টাইন কোচ সাম্পালির পদত্যাগ!

আর্জেন্টাইন কোচ সাম্পাওলিকে বহিষ্কার করা না হলে,দলটির বেশ কিছু সিনিয়র খেলোয়াড় অবসরের ঘোষণা দিবেন। এমন গুঞ্জন শুরু হয়েছে পুরো আর্জেন্টিনা জুড়ে। ক্রোয়েশিয়ার সঙ্গে হারার পিছনে কোচকেই দায়ী করছে দলের সিনিয়র খেলোয়াড়রা।

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে, গতকাল ম্যাচ শেষে দলের সিনিয়র খেলোয়াড়রা একটি মিটিং করেছে। সেই মিটিং থেকে কোচ সাম্পাওলিকে বহিষ্কারের জন্য আর্জেন্টিনার সব খেলোয়াড় একমত প্রকাশ করেছে। এবং সেই সঙ্গে পরের ম্যাচে কোচ সাম্পাওলিকে নাইজেরিয়ার ম্যাচ থেকে দূরে থাকতে বলা হবে। মিটিংয়ে আগুয়েরা, মেসি, হিগুয়াইন, মাশ্চেরানো সহ প্রায় সবাই উপস্থিত ছিলেন।

এদিকে শোনা যাচ্ছে কোচকে বহিষ্কার করা না হলে দলের সিনিয়র খেলোয়াড়রা একসঙ্গে অবসরে যাওয়ার ঘোষণা দিবেন। বিভিন্ন সুত্র থেকে মেসি, আগুয়েরা, হিগুয়াইন, ডি-মারিয়া, বিগলিয়ার নাম ভেসে আসছে।

তবে সিনিয়র খেলোয়াড়দের দাবী মেনে নেওয়ার আর্জেন্টিনা বোর্ডের জন্য সহজ হবে না। কারন কোচ সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা বোর্ডের চুক্তি রয়েছে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। এর আগে বহিষ্কার করা হলে কোচ সাম্পাওলিকে ২০ মিলিয়ন অর্থ ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে।

বাংলা ইনসাইডার