ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর নতুন দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে খাদের কিনারায় মেসির দল। সেখান থেকে বের হওয়ার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে মেসির আর্জেন্টিনা।বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা।
রাশিয়ায় ২১তম বিশ্বকাপে গতকাল বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়তে গিয়ে মনে হয় ‘মাইন পোতা’ যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে মেসিরা। রাশিয়ায় স্বপ্নভঙ্গ মেসিদের। ম্যারাডোনার উত্তরসূরিদের ক্রোয়েশিয়া হারাল ৩-০ ব্যবধানে। আর্জেন্টিনা ও মেসির এমন দুর্দিনেই আরেকটি বাজে খবর এসেছে। তা হলো বিশ্বে কালো টাকা বিনিয়োগকারীদের তথ্য ফাঁসের জন্য আলোচিত পানামা পেপার কেলেঙ্কাকারিতে নাম এসেছে আর্জেন্টাইন তারকা মেসির নাম।

মেসি ছাড়াও এ তালিকায় রয়েছেন ফরাসি ফুটবলার জুয়েলার পিয়ের কার্তিয়ের। এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরির নামও রয়েছে পানামা কেলেঙ্কারির তালিকায়। পানামা পেপারের ফাঁস করা নতুন তথ্যে তাদের নাম এসেছে।

বৃহস্পতিবার (২১ জুন) আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-র সঙ্গে দু’টি সংবাদপত্র মিলে পানামা পেপারের আরও প্রায় ১২ লক্ষ তথ্য ফাঁস করেছে। দ্বিতীয় দফায় ফাঁস করা এই তালিকাতেই মেসিসহ অন্যদের নাম উঠে এসেছে।

পানামা পেপারসের প্রথম তালিকাতেও ছিলো মেসির নাম। তবে তার অবৈধ লেনদেন ও কর ফাঁকির কথা অস্বীকার করেন মেসি। পানামা পেপারসের নতুন তালিকায় আবারও মেসির নাম রয়েছে। সেখানে তাকে ‘ছোট সম্রাট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার ছেলে ও মেয়ের নাম ফাঁস হওয়ার পর, অভিযোগ তদন্তে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করেছেন। কর ফাঁকির বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। এর আগে পুত্রবধূ ঐশ্বরিয়া তার মিডিয়া ম্যানেজারের মাধ্যমে এই নথিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেন।

কর ফাঁকির গোপন তথ্য ফাঁস করে আলোচনার কেন্দ্রে মোস্যাক ফনসেকা। গত সোমবার বিশ্বের ৭২ টি দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিবিদসহ শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাদের নিকটাত্মীয়দের বিদেশে অর্থ পাচারের তথ্য উঠে এসেছে মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া ১ কোটি ১৫ লাখ নথিতে।

এসব ব্যক্তির কর ফাঁকির গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে পানামার ওই আইনী প্রতিষ্ঠানটি। আদালতের নির্দেশে পদ খোয়াতে হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে।
প্রসঙ্গত, এই তালিকায় নাম থাকার কারণে আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে।