আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দারুণ সুখবর!

সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে অবৈধ অভিবাসীদের জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যেসব অবৈধ অভিবাসীদের ভিসা লাগানোর ক্ষেত্রে জরিমানা আসায় ভিসা লাগাতে পারছেন না, তাদের দীর্ঘদিনের জরিমানা মওকুফ করে ভিসা লাগানোর সুযোগ দেওয়া হবে।

ভিসার জরিমানা মওকুফ করে ছয় মাস মেয়াদের অস্থায়ী ভিসা দেওয়া হবে এবং এই ছয় মাসের মধ্যে কাজের ভিসা, ঘরের ভিসাসহ বিভিন্ন কাজের ভিসা খুঁজে বের করে ভিসা লাগাতে হবে। যেসব অভিবাসীর তিন হাজার দিরহাম ব্যাংক ডিপোজিট রয়েছে তা ফিরিয়ে দেওয়া হবে। তবে বার্ষিক মাথাপিচু ৬০ দিরহাম হিসেবে লাইফ ইনস্যুরেন্স ফি নেওয়া হবে। যার মাধ্যমে প্রবাসীরা চিকিৎসাসহ দেশে যাওয়ার সময় সহায়তা পাবে।

এ ছাড়া আউট পাস নিয়ে যারা দেশে যাবেন তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা থাকবে না, তারা আবার আরব আমিরাতে আসতে পারবেন। তবে যারা ওমান বা অন্য দেশ হয়ে আমিরাতে এসেছেন তাদের জন্য দুই বছরের নিষেধাজ্ঞা রয়েছে তারা আউট পাস নিয়ে দেশে গেলেও দুই বছরের আগে আমিরাতে আসতে পারবেন না।