ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইন ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের খবরে বলা হয়েছে, ৩-৪-৩ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা।
শুরুর একাদশেই থাকছেন মেক্সি মেজো। এছাড়া নতুন তিন মুখ থাকছে প্রথম একাদশে যারা আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না (এমনকি পরেও নামেননি)। গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কস আকুনা এবং এনজো পেরেজকে শুরুতেই মাঠে নামাবেন সাম্পাওলি। শুরুতেই নামছেন না অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মার্কোস রোহো।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ:
ক্যাবেলেরো, তালিয়াফিয়া, ওতামেন্ডি, মার্কাদো, আকুনা, মাশচেরানো, এনজো, সালভিও, মেজো, আগুয়েরো, মেসি।