তারপরও আশাবাদী ব্রাজিল

সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোলের খাতা খোলেন দলটির মিডফিল্ডার ফিলিপ কোটিনহো। সে ম্যাচে দলে সার্বিক পারফর্মেন্স নিয়ে নিজে খানিকটা হতাশায় ভুগলেও নকআউট পর্বে দলের উত্তরণ নিয়ে খেলোয়াড়দের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বলে মনে করছেন না তিনি। দলের কোচ তিতেও মানছেন পাঁচ পয়েন্টই নক আউট পর্বে যাওয়ার জন্য যথেষ্ট। তাই খেলোয়াড়রাও নির্ভার হয়েই কোস্টারিকা ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন বলে জানিয়েছেন কোটিনহো।

অনুশীলন শেষে সাংবাদিকদেরকে বার্সেলোনা মিডফিল্ডার বলেন, ‘আমি মনেকরি উদ্বোধনী ম্যাচটি সবসময়ই খুব কঠিন। শেষ দুই বছরে আমরা যেমন খেলেছি ঠিক তেমন খেলতে পারিনি আমরা। কিন্তু আমি মনেকরি ম্যাচে জয়টা আমাদের প্রাপ্য ছিল কারণ আমরা জয়ের জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি করেছিলাম।’

দলের প্রত্যেককে এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘গত ম্যাচের পর আমরা বলেছিলাম আমাদের উন্নতি প্রয়োজন। প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। বিশ্বকাপের মত মঞ্চে তো সেটা আরও বেশি। আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে এবং মনঃসংযোগ ঠিক রাখতে হবে। সামনের ম্যাচটি গুরুত্বপূর্ণ এবং আমরা তিন পয়েন্টের জন্যই খেলবো।’

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট ধরা হলেও সমর্থকদের সাবধান করে দিয়েছেন কোটিনহো। তার মতে শুধুমাত্র সমৃদ্ধ ইতিহাসের জোরে শিরোপা জেতা সম্ভব নয়। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই কঠিন। অনেক সমর্থক মনে করেন আমরা ব্রাজিল আর তাই আমরা খুব সহজেই জিততে যাচ্ছি, অজস্র গোল করতে যাচ্ছি। এখন সবাই বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নেয়। প্রথম ম্যাচ থেকেই আমরা এ বার্তাটি পেয়েছি। জিততে হলে সামর্থ্যের ১১০ ভাগ ঢেলে দিতে হবে আমাদের।’

সুইজারল্যান্ড ম্যাচে ১০ বার সুইস খেলোয়াড়দের ফাউলের শিকার হন নেইমার। ফলে গোড়ালিতে ব্যথার কারণে মঙ্গলবার অনুশীলন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন পিএসজি তারকা। সতীর্থের চোট নিয়েও কথা বলেছেন কোটিনহো। তিনি বলেন, ‘সে একটু চোট পেয়েছে তবে তা ঠিক হয়ে যাবে শীঘ্রই। ম্যাচে সে অনেক ট্যাকল-ফাউলের শিকার হয়। এটা খুবই স্বাভাবিক।’

সে ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে ব্রাজিল, তবে এ ব্যাপারে কথা বলতে সম্মত হননি কোটিনহো। তিনি বলেন, ‘এ ব্যাপারে বোর্ড এবং কোচ তাদের অবস্থান জানিয়েছেন। আমরা এ ব্যাপারে কথা বলবো না।’

শুক্রবার ই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। কোটিনহো মনে করেন টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেওয়ার জন্য এটি বেশ ভালো সুযোগ। তবে এর জন্য ঠাণ্ডা মাথায় খেলতে নামার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ব্রাজিল মিডফিল্ডার বলেন, ‘প্রথম জয় পাওয়ার জন্য এটি একটি নতুন সুযোগ। আমাদেরকে ঠাণ্ডা মাথায় মাঠে নামতে হবে। বাছাইপর্বেও আমরা তাই করেছিলাম। আমরা জানি আমরা ভালো দল।’

তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রেও দলকে যথেষ্ট মনোযোগী হতে হবে বলে মনে করেন কোটিনহো, ‘সবকিছুর জন্যে তৈরি আমরা। তারা যদি রক্ষণাত্মক ফুটবল খেলে তাহলে আমাদের জয়ের পথ খুঁজে বের করতে হবে। আর যদি আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলে তাহলে এর সুযোগ নিতে হবে আমাদের।’