‘লিও ভীষণ কষ্ট পায়, চোখের জল ঝরায়’

একটি বিশ্বকাপের চেয়ে আর কোন কিছুই লিওনেল মেসির কাছে বড় নয়, তারপরেও আর্জেন্টিনা দলের হয়ে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ভীষণ কষ্ট পান মেসি। এজন্য প্রায়ই চোখের জল ঝরান ফুটবলের বরপুত্র। এমনটাই জানিয়েছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি।

রাশিয়া বিশ্বকাপ হয়ে পারে মেসির শেষ বিশ্বকাপ। অথচ গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার পেনাল্টি মিসের খেসারত দিতে হচ্ছে দলকে। নক আউট পর্বে পৌঁছানোই এখন কঠিন হয়ে গেছে আলবিসেলেস্তেদের। এ নিয়েও বিস্তর কটূকথা সহ্য করতে হয়েছে তাকে।

মেসির বুকে কষ্টের একেকটি পাথর হয়ে আছে টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়েও শিরোপার দেখা না পাওয়া।

‘তার লক্ষ্য কাপ নিয়ে আসা, বিশ্বকাপ জেতা।’ এল ট্রেস টেলিভিশনের একটি ‘শো’তে বলছিলেন মেসির মা কুচিত্তিনি। এটি তার মনের সবচেয়ে বড় বাসনা। আমরা এজন্য তাকে অনেক কষ্ট পেতে দেখেছি। বহুবার কাঁদতে দেখেছি।’

‘বিশ্বকাপ পাওয়ার জন্য সে সবকিছু দিয়ে দিতে পারে।’

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে যাওয়ার পর প্রচণ্ড চাপ মাথায় নিয়ে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। যদিও পরে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেন।

কুচিত্তিনি বলেন, ‘আমি তাকে অনেক নিশ্চিন্ত দেখি, অনেক শান্ত, অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি তার সৌভাগ্য কামনা করি। আমি তাকে বলেছি, নিজেকে উপভোগ করতে, সুখে থাকতে। তার প্রত্যাশা অনেক…, পুরো পরিবার তার সঙ্গে আছে।’

কুচিত্তিনির মতে, মেসি শুধু খেলার মঠেই নয় মাঠের বাইরেও দারুণ প্রতিভাবান।

‘লিও স্বর্গীয় সন্তান, চমৎকার ভাই, দারুণ বাবা এবং অসাধারণ স্বামী। আমি আমার চার সন্তানকেই ভালোবাসি তবে মেসির হাতে বিশ্বকাপ দেখতে আমি হয়তো সবকিছুই দিয়ে দিতে রাজি।’