ভুল শোধরাতে চায় দুই দলই

একাতেরিনবার্গে ‘সি’ গ্রুপে নিজেদের আজ দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বেশ স্বস্তিতেই আছে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে পেরু।

আজ সামান্য পরিবর্তন আসতে পারে দুই দলেরই শুরুর একাদশে। বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি তৈরিতে অবদান রাখা অলিভিয়ের জিরুর জায়গা মিলতে পারে ফ্রান্সের প্রথম একাদশে। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে ফেরা পাওলো গুয়েরেরো আজ ফিরতে পারেন পেরুর প্রথম একাদশে।

পেরুর বিপক্ষে ম্যাচটি নিয়ে ফ্রান্সের পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন ফরাসী ডিফেন্ডার রাফায়েল ভারান। তিনি বলেন, ‘(আগের ম্যাচে) অনেক কিছুই ঠিকঠাকভাবে করা হয়নি। আমরা জানি রক্ষণে আরেকটু তীক্ষ্ণভাবে খেলতে হবে আমাদের। তবে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তা হলো আমাদেরকে একতাবদ্ধ হয়ে খেলতে হবে। আমরা এখনো প্রতিযোগিতাটির একেবারে শুরুতে অবস্থান করছি। কোনো প্রকার নাটকীয়তায় যাওয়া উচিত হবে না আমাদের। প্রথম ম্যাচে যেসব ব্যাপার কৌশল মোতাবেক হয়নি সেসব ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।’

রিয়াল মাদ্রিদের এই তারকা আরো বলেন, ‘আমরা নিজেদের মূল্যায়ন করেছি। নিজেদের মধ্যে কথা বলেছি আমরা। কোচের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা জানি পরের ম্যাচে আমাদের কী করতে হবে।’

১৯৮২ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে এসেছে পেরু। দলের খেলা দেখতে সুদূর পেরু থেকে রাশিয়ায় ছুটে এসেছেন প্রায় ৪০ হাজার দর্শক। রাশিয়া বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের উত্সাহ দেখে আপ্লুত পেরু ফরোয়ার্ড রাউল রুইদিয়াজ। তিনি বলেন, ‘সারানস্কে অনেক পেরু সমর্থককে তীব্র আবেগ নিয়ে জাতীয় সংগীত গাইতে দেখেছি। এ দৃশ্য অসাধারণ ছিল। আমরা জানি, এ বিশ্বকাপ আমাদের মানুষগুলোর জন্য কী অর্থ বহন করে। আর তাই আমরা যখন মাঠে নামি, সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করি।’

আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে প্রত্যয়ী পেরু। দলটির লেফট ব্যাক মিগুয়েল ত্রাউকো বিশ্বাস করেন, তারা যেকোনো দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখেন। তিনি বলেন, ‘(প্রথম ম্যাচে) যেসব ভুলের খেসারত হার দিয়ে দিতে হয়েছে, সেসব ভুলকে ঠিক করতে হবে আমাদের। আমাদের সেরা আত্মবিশ্বাস হচ্ছে আমরা জানি যে, আমরা ভালো ফুটবল খেলতে পারি। যেকোনো দলকেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখি আমরা।’