বিশ্বকাপে লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিকের শ্লীলতাহানি

রাশিয়ায় চলছে ফুটবল বিশ্বকাপ। হাজার হাজার সাংবাদিকের মতো তিনিও এসেছিলেন রাশিয়ায়। মেসি-রোনালদোদের দুনিয়ায় ক্যামেরা আর বুম হাতে চষে বেড়াচ্ছেন রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে এমন দুর্ভোগ পোহাতে হবে কলম্বিয়ার নারী সাংবাদিক জুলিয়েথ গঞ্জালেস থেরনকে তা বোধ হয় ভাবতেও পারেননি তিনি।

কলম্বিয়ান জুলিয়েথ গঞ্জালেস চাকরি করেন জার্মানির বিখ্যাত টিভি চ্যানেল ডয়েসে ওয়েল-এ। বিশ্বকাপ কাভার করতে তিনি এসেছেন রাশিয়ায়। তিনিই এবার বিদেশ-বিভুঁইয়ে শারীরিক ভাবে নিগৃহীত হলেন। এমনটাই অভিযোগ তার। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ভিডিও-র ফুটেজও প্রকাশ করেছেন।

সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ব্যস্ত এক রাজপথে পিটিসি দিচ্ছিলেন জুলিয়েথ। তিনি কথা বলা শুরু করতেই একজন সমর্থক এসে তার বক্ষ প্রদেশে হাত দেন। ঘনিষ্ঠ ভাবে ঠোঁটে ঠোঁট মেলানোর চেষ্টা করেন। তবে এত সমস্যার মাঝেও নিজের কাজ চালু রেখেছিলেন সাংবাদিক।