কস্তার অপ্রত্যাশিত গোলে স্পেনের জয়

দৃষ্টিনন্দন ফুটবল সন্দেহ নেই৷ তবে ডিয়েগো কস্তার নেহাৎ দৃষ্টিকটু গোল৷ আর তাতেই মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল আট বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷ ইরানের বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখে ১-০ গোলে জয় তুলে নিল স্প্যানিশরা৷ সেই সঙ্গে গ্রুপের লড়াইয়ে পায়ের তলার জমি শক্ত করল তারা৷

পর্তুগালের বিরুদ্ধ প্রথম ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল স্পেন৷ জোড়া গোল করেছিলেন কস্তা৷ ইরানের বিরুদ্ধেও গোলের ধারা বজায় রাখেন তিনি৷ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে৷ দ্বিতীয়ার্ধে কস্তার পা থেকে আসে কাঙ্খিত গোল৷ ইরানের বক্সে কস্তার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ইনিয়েস্তা৷ ইরানের ডিফেন্ডার বল ক্লিয়ার করার জন্য সজোরে শট নেন৷ বল কোস্তার পায়ে লেগে বাঁ-দিকের কোন ঘেঁষে ঢুকে যায় ইরানের গোলেই৷

নিয়ম মতো এটি কস্তার গোল হিসাবেই নথিবদ্ধ হয়৷ তবে কোস্তা নিজেও উপলব্ধি করেছেন যে, এটি তার প্রচেষ্টার ফসল নয়৷ চলতি বিশ্বকাপের দু’ম্যাচে এই নিয়ে তৃতীয় গোল করে ফেললেন কস্তা৷ তিনি ধাওয়া করছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে৷ রোনালদো প্রথম দু’ম্যাচে চারটি গোল সংগ্রহ করেছেন নিজের ঝুলিতে৷

স্পেনের জার্সিতে ২২ ম্যাচে ১০টি গোল করে ফেললেন কোস্তা৷ এই স্প্যানিশ দলটিতে ডেভিড সিলভা (৩৫), ইনিয়েস্তা (১৩) ও রামোস (১৩) ছাড়া দু’অঙ্কের গোল সংখ্যা আর কারও নেই৷ ইরানের বিরুদ্ধে গোল করার সুবাদে একটি অনন্য কৃতিত্বও অর্জন করলেন কোস্তা৷ ২০০৬ সালে ফার্নান্ডো তোরেসের পর দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার হিসাবে একই বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোল করলেন তিনি৷

গোল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরান সমতা ফিরিয়েছিল বটে, তবে ভিএআর-এর সৌজন্যে এ যাত্রায় বেঁচে যায় স্পেন৷ ভিডিও রিভিউয়ে অফসাইড ধরা পড়ায় ৬২ মিনিটে করা ইরানের গোল বাতিল হয়ে যায়৷

ইরানের গোল পোস্ট লক্ষ্য করে ১৭টি শট নিয়ে মাত্র একবারই সাফল্য পায় স্পেন৷ যদিও ম্যাচে ৭০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখে দেয় স্প্যানিশরা৷ স্পেনের কাছে হারের পর বিশ্বকাপে ইউরোপীয়ান দেশের বিরুদ্ধে ইরানের খারাপ রেকর্ড আরও একটু খারাপ হয়ে দাঁড়াল৷ বিশ্বকাপে এই নিয়ে সাতবার ইউরোপীয়ান দেশের মুখোমুখি হল তারা৷ জয় তুলতে পারেনি একবারও৷

রাশিয়া বিশ্বকাপে অভূতপূর্ব একটি বিষয় সামনে উঠে আসে৷ ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের ২০ টি ম্যাচের একটিও গোলশূন্য ড্র হয়নি৷

ইরানের বিরুদ্ধে জয়ের সুবাদে দু’ম্যাচে চার পয়েন্ট করে সংগ্রহ করে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে আসে স্পেন৷ সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল৷ তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইরান৷ নক-আউটের দরজা তাদের সামনেও খোলা রয়েছে৷