সুয়ারেজ ভেলকিতে সৌদির বিদায়

দেশের পক্ষে নিজের শততম ম্যাচটা রঙিন করে রাখলেন সুয়ারেজ। তাও আবার বিশ্বকাপে। সৌদি আরবের বিপক্ষে সুয়ারেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় উরুগুয়ে। বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে দলটি এখন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল উরুগুয়ে। টানা তৃতীয়বারের মতো নক আউট পর্ব নিশ্চিত করল অস্কার তাবারেজের দল।

ম্যাচের ২৩তম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন সুয়ারেজ। কার্লোস সানচেসের কর্নার এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে নাগালে পাননি সৌদি আরব গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস। বল এসে পড়ে সুয়ারেজের পায়ে। ছয় গজ দূর থেকে ফাঁকা বল পাঠাতে কোনো সমস্যা হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডের।

চলতি আসরে এটাই তার প্রথম গোল। উরুগুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার এই ফরোয়ার্ড গোল করলেন বিশ্বকাপের তিনটি আসরে। বিশ্বকাপে এনিয়ে টানা ১৫ ম্যাচে জাল অক্ষত রাখতে ব্যর্থ হল সৌদি আরব।

ছয় মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ এসে যায় হাতান বাহব্রির সামনে। ডি বক্সে অরক্ষিত এই মিড ফিল্ডার খুব কাছে থেকেই শট লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে সৌদি আরব। তবে এই অর্ধে প্রথম ভালো সুযোগ পায় উরুগুয়ে। ৬২তম মিনিটে এদিনসন কাভানির ক্রসে হেড লক্ষ্য রাখতে পারেননি অরক্ষিত সানচেস। ম্যাচের বাকি সময়ে দুই দল বিচ্ছিন্ন আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।

আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। সেই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চত করবে উরুগুয়ে।