জীবিকার টানে এখন বাংলাদেশ থেকে হাজার হাজার লোক যায় বিদেশে। আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে। সৌদি আরবেও অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মেলে। এবার সৌদি আরবের আল জৌফ সাকাকায় ঈদের দ্বিতীয় দিন থেকে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি আরবেন নিরাপত্তা বাহিনী। কি কারণে এ ধরপাকড় জানা যায়নি।
সৌদি আরব থেকে আমাদের সংবাদদাতা মো. মিজানুর রহমান জানিয়েছেন, নিদিষ্ট কোন কারন জানার সুযোগ হয়নি, তবে ঈদের দ্বিতীয় দিন থেকে হঠাৎ করেই এই ধরপাকড় শুরু হয়েছে। বিশেষ করে যেখানে বেশী বাংলাদেশী সেখানেই এই অভিযান।
সৌদি প্রবাসী মাসুদ আল মামুন জানিয়েছেন,এই অভিযানে তাদের সামনে যাদেরকে পেয়েছে তাদের কেই ধরেছে। প্রতক্ষদর্শীর মতে আটকের পরিমান অনেক, এদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আটকের পর যাদের কাগজপত্র ঠিক ছিলো তাদের ছেড়ে দিয়েছে। অন্যদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এই অভিযানে ইতিমধ্যে ১৫০ বাংলাদেশী আটকের খবর পাওয়া গেলের মূল আটকের সংখ্যাে এর কয়েকগুন। এ সংখ্যা আরো বেড়েছেই। সৌদি প্রবাসী হৃদয় আহমেদ মহসিন জানিয়েছেন,ঈদের ২ দিন পর সব বাহিনী একত্রিত হয়ে যৌথ অভিজান চালিয়ে প্রায় ১৫০ মানুষ আটক করেছে।
সবাইকে তারা সফর করে দিয়েছে। এখানে বেশী ভাগ বাংলাদেশর মানুষ। তিনি জানিয়েছেন, সাকাকা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন।