সৌদি জোটের দখলে বিমানবন্দর, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

সৌদি জোট বাহিনীর একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার ইয়েমেনের হুদাইদা বিমানবন্দর ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে দখলের পর সেখানে মানবিক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মাল্‌কি আল আরাবিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, `আমরা বিমানবন্দরের কাছে হুথিদের দুর্গগুলো ধ্বংস করে দিচ্ছি।`

স্থানীয়রা জানিয়েছে বিমানবন্দরে লড়াইয়ের তীব্রতা কমে এসেছে, কিন্তু জোটের যুদ্ধবিমান ইরান সমর্থিত হুথিদের ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের অসংখ্য মানুষের জন্য রসদ সরবরাহের একমাত্র উপায় হচ্ছে হুদাইদা বন্দর। বন্দরটি অচল হয়ে গেলে বিপুল সংখ্যক মানুষ বিপর্যয়ের সম্মুখীন হবে বলে আশংকা করছে বিভিন্ন সংস্থা।

যুদ্ধের অচলাবস্থা কাটিয়ে উঠতে গত সপ্তাহে জোট বাহিনী দারুনভাবে সুরক্ষিত হুদাইদা আক্রমণ করে। তাদের লক্ষ্য হচ্ছে বেসামরিক প্রাণহানির সংখ্যা কম রেখে ও ইয়েমেনের মানুষের ত্রান সরবরাহের ব্যাঘাত না ঘটিয়ে বন্দরটি দখল করে নেয়া।

হুদাইদার বাসিন্দা ফাতিমা জানান, তারা পাঁচদিন ঘরের মধ্যে আটকা রয়েছেন যুদ্ধের ভয়ে। এক সপ্তাহের মধ্যেই তাদের খাবার ফুরিয়ে যাবে এবং বোতলের পানির দাম খুব বেশি।

লড়াইয়ের প্রচণ্ডতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে বেসামরিক মানুষ হতাহতের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। তারা পানির অভাবে এবং কলেরার ভয়ে ঘরবাড়ি এবং মানবাধিকার সংস্থাগুলোর আশ্রয় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

একজন স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানান, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। লোকজন এখন হুথি নিয়ন্ত্রিত সানা, রেমাহ, ও উসাব এলাকার দিকে যাচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা অনুমান করছেন, যুদ্ধ ভয়াবহ আকার ধারন করলে হুদাইদায় প্রায় ২.৫ লক্ষ মানুষ মারা যেতে পারে।