প্রিয়ার চোখে
শরীফ সাথী
প্রিয়ার চোখে চেয়ে স্বপ্নের আল্পনা এঁকে
সুখের বীজ বপণ করতে, অনুভবে ছুঁয়ে দিতেই
এলোমেলো সব এলোমেলো ৷
যৌবনের দাবানলে জ্বলছি
এ পথে তবুও চলছি, বলছিনা একটিবারও
কাঙ্খিত স্বপ্নের অনুভূতির গল্প ৷
প্রিয়ার চোখে
শরীফ সাথী
প্রিয়ার চোখে চেয়ে স্বপ্নের আল্পনা এঁকে
সুখের বীজ বপণ করতে, অনুভবে ছুঁয়ে দিতেই
এলোমেলো সব এলোমেলো ৷
যৌবনের দাবানলে জ্বলছি
এ পথে তবুও চলছি, বলছিনা একটিবারও
কাঙ্খিত স্বপ্নের অনুভূতির গল্প ৷