ফিরলেন সালাহ, আত্মবিশ্বাসী রাশিয়া

বিশ্বকাপ আসরের ১৭তম ম্যাচে সেইন্ট পিতার্সবুর্গে মাঠে নেমেছে রাশিয়া ও মিশর। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

এদিকে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে না পারলেও অবশেষে রাশিয়ার বিপক্ষে মিশরের দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেছেন মোহম্মদ সালাহ। সালাহ মাঠে নামলে নিঃসন্দেহে সমস্যা বাড়বে আয়োজক রাশিয়ার৷

তবে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া রাশিয়া এতটাই আত্মবিশ্বাসী যে, সালাহর উপস্থিতিকে বিশেষ পাত্তা দিতে রাজি নয় তারা৷

রাশিয়া-

ইগর আকিনফিভ, মারিও ফারনান্দেস, ইলিয়া কুতেপভ, সের্গেই ইগনাশেভিচ, দেনিস চেরিশেভ, ইউরি গাজিনস্কিয়ি, , রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আর্তেম জিউবা, আলেক্সান্দর সামেদভ।
মিশর-

মোহামেদ আল-শেন্নাবি, আলি গাবর, আহমেদ হেগাজি, আহমেদ ফাতি, তারেক হামেদ, মারওয়ান মোহসেন, মোহামেদ সালাহ, আবদেল-শাফি, মোহামেদ এলনিনি, আব্দাল্লাহ সায়েদ, তেরেগুয়েত।