আগামীকালকের ম্যাচে দেখা যাবে না দুই আর্জেন্টাইন তারকাকে!

চলছে ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ফুটবল বিশ্বকাপ।রাশিয়া বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে হোচট খেয়েছেন ফেবারিট আর্জেন্টিনা। এ ম্যাচে মেসির পেনাল্টি মিস। আইসল্যান্ডের সঙ্গে এগিয়ে থেকেও ড্র। তারপরই ম্যারাডোনার দেশকে ঘিরে গেল গেল রব। আর একটা ড্র-তেই দলের খোলনলচে বদলে ফেলতে চলেছেন মেসিদের কোচ হোর্হে সাম্পাওলি। বাদ পড়তে চলেছেন ডিফেন্ডার মার্কো রোহো আর অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া।

আইসল্যান্ডের বিরুদ্ধে দুজনেই নজর কাড়তে ব্যর্থ হন। ফলে কোপ পড়তে চলেছে এদের উপর। ক্রোয়েশিয়া ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’ আর্জেন্টিনার কাছে। তাই স্ট্র্যাটেজিতেও পরিবর্তন আনছেন সাম্পাওলি।

তিনজন সেন্ট্রাল ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ মিডফিল্ডাররের ভূমিকায় খেলবেন মাসচেরানো। মদ্রিচ, র‍্যাকিটিচ সমৃদ্ধ ক্রোয়েশিয়া মাঝমাঠ বেশ শক্তিশালী। তাই মাঝ মাঠকেও ঢেলে সাজাতে চাইছেন মেসিদের হেডস্যার।তবে কাল মাঠে দেখা যাবে আসলে পরিবর্তন আসে কি না দলে । খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায় । থেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন ,নাগরিক ।