নেইমারের বিশ্বকাপ এখানেই শেষ নয় তো?

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি কড়া ট্যাকলের শিকার হয়েছেন নেইমার। মাঠের মধ্যেই কয়েকবার তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা গেছে। এবার ব্যথার কারণে দলীয় অনুশীলন ছেড়ে বেরিয়ে গেলেন নেইমার।

২২ জুন কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচকে সামানে রেখে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে ট্রেইনিং সেশনে যোগ দেন নেইমার। তবে কিছুক্ষণ পরই খুড়িয়ে খুড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান। ব্যথায় কাতর নেইমারের অস্বস্তি ফুটে উঠছিলো চেহারায়। হাত দিয়ে চেহারা ঢেকে ফেলেছিলেন বেশ কয়েকবার।

শেষ পর্যন্ত তাকে তড়িঘড়ি করে ফিজিওর তত্ববধানে নিয়ে যাওয়া হয়।

নেইমারকে এভাবে অনুশীলন ছাড়তে দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, ২০১৪ বিশ্বকাপের স্মৃতি কি আবার ও ফিরে আসবে নেইমারের কাছে। এখানেই কি শেষ হয়ে যাবে সময়ের অন্যতম সেরা তারকার বিশ্বকাপ?

যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বক্তব্যে কিছুটা আশ্বস্ত হতে পারেন সমর্থকরা।

‘সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেকবার ফাউলের শিকার হওয়ার পর সে (নেইমার) ব্যথা অনুভব করছে। সে ব্যথার কথা বলার পর আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছি। বুধবার সে আবার স্বাভাবিকভাবে অনুশীলনে ফিরবে।’ সাংবাদিকদের বলছিলেন সিবিএফ মুখপত্র ভিনিসিয়াস রদ্রিগেজ।

গত ফেব্রুয়ারিতে পিএজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন নেইমার। দীর্ঘ পুনর্বাসনের মধ্য দিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কোচ তিতে বলেছিলেন, শতভাগ ফিট নন নেইমার। তারপরেও ওই ম্যাচের পুরোটা সময়ই তাকে মাঠে দেখা গেছে।

২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুয়ান জুনিগার সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়েন নেইমার। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নেইমার বিহীন ব্রাজিল। এবার নিশ্চয়ই সেই ঘটনার পুনরাবৃত্তি চায়না সেলেকাওরা। তাই দলের সেরা তারকার জন্য প্রার্থনা করা ছাড়া উপায় নেই সমর্থকদের।