মালেশিয়ায় রাজনৈতিক কোন পদ নেই আমার তবু আমি …যা বললেন আনোয়ার ইব্রাহিম

এখনই এবং কিছু সময়ের জন্য কোনো পদ গ্রহণ করছেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার পিকেআর পার্টির নেতা দাতুকে সেরি আনোয়ার ইব্রাহিম।দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী জানান, তুন ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নির্বাচিতরা যাতে কোনো বাধা ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারেন, তিনি তার নিশ্চয়তা দিতে চেয়েছেন।

রবিবার রাতে এক সাক্ষাৎকারে আনোয়ার বলেন, ‘আমার অবস্থান এখন মালয়েশিয়ার নাগরিক হিসাবে। আমার কোনো পদ নেই, আমি এখানে মাহাথিরকে সমর্থন জানাতে আছি এবং আশা করি তিনি তার দায়িত্ব ভালভাবে পালন করবেন।’আনোয়ার বলেন, মন্ত্রিপরিষদে পাকাতান হারাপানের অন্যান্য নেতারা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি তাদের সুযোগ দিয়েছেন।

সামনে কোনো এক সময় সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি তিনি অস্বীকার করেননি। তবে তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।আনোয়ার বলেন, ‘সময় হলেই, আমি একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এখন আমি এটি নিয়ে ভাবছি না।’

তিনি আরো জানান, তিনি ড. মাহাথিরের ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করবেন এবং এটা কিছুটা সময়ের ব্যাপার। তিনি দায়িত্ব ছাড়ার পরেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।আনোয়ার বলেন, তিনি মালয়েশিয়ার ঐতিহাসিক সাধারণ নির্বাচনের গল্প শেয়ার করার জন্য তুরস্ক থেকে শুরু করে কয়েকটি দেশে ভ্রমণ করবেন।

যুক্তরাষ্ট্রে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে সাক্ষাৎ শেষে সম্পতি লন্ডন থেকে ফিরেছেন তিনি।তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করার জন্য তুরস্কে যাচ্ছি, যিনি আমার একজন বন্ধুও এবং পরে সৌদি আরব সহ অন্যান্য এশিয়ান দেশ সফর করব।’

সূত্র: মালাই মেইল