বিরক্ত হয়ে নিকোলাকে দেশে পাঠালেন কোচ!

বিশ্বকাপের ম্যাচে কোচ মাঠে নামতে বলার পরেও তিনি নামেননি। মাঠে নামার আগেই বলছেন পিঠে ব্যথা এটা একবার হলে ঠিক আছে, কিন্তু বারবার হলে? ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচ নামলেনই না নাইজেরিয়ার বিরুদ্ধে।

বিরক্ত হয়ে কালিনিচকে দেশেই পাঠিয়ে দিলেন কোচ লাটকো দালিচ। তার এক কথা, ‘আমি চাই আমার ফুটবলাররা ফিট থাকুক এবং খেলার জন্য প্রস্তুত থাকুক।’

শনিবার নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮৫ মিনিটে কোচ লাটকো দালিচ কালিনিচকে মাঠে নামার জন্য বলেন। কিন্তু এসি মিলানের এই ফুটবলার মাঠে নামতে চাননি। সেই সময় তিনি কোচকে জানান, ‘তার পিঠে সমস্যা আছে, তাই তিনি নামবেন না।’ তাই মাঠে না নেমে রিজার্ভ বেঞ্চেই বসে থাকেন কালিনিচ। তখন মার্কো পিয়াতজাকে মাঠে নামান কোচ দালিচ।

নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটি ২-০ গোলে জেতে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান মিডিয়াকে কোচ দালিচ বলেন, ‘আমরা ম্যাচটি শেষ করেছি কোনো চোট ছাড়াই, কিন্তু কিছু সমস্যা নিয়ে।’ ক্রোট মিডিয়ার ধারণা, কালিনিচের মাঠে না নামাটাই হল সেই সমস্যা।

বিশ্বকাপের আগে ব্রাজিলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন কালিনিচ। এরপর সোমবার কালিনিচকে ক্রোয়েশিয়া দল থেকেই বাদ দেয়া হয়েছে। ৩০ বছর বয়সী কালিনিচের বদলে অন্য কোনো ফুটবলার এখন আর নেয়া যাবে না। যার অর্থ বিশ্বকাপের বাকি ম্যাচে ২২ জনের দল ক্রোয়েশিয়ার। কালিনিচকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে পিঠের চোট।