তাহলে কি নেইমারের বিশ্বকাপ যাত্রা শেষ!

সুইজারল্যান্ডের বিপক্ষে শরীরের উপর অনেকটা দখলেই গিয়েছে নেইমারের। সুইজারল্যান্ডের একজন সমর্থক তো বলে দিয়েছিলেন যে তাদের খেলোয়াড়দের টার্গেট ছিলো নেইমারকে ইনজুরিতে ফালানো। কিন্তু তা তারা করতে ব্যার্থ হয়েছে।

তবে নেইমারের ইনজুরির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ম্যাচের মাঝপথে একবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে তাকে, ম্যাচ শেষেও খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছেড়েছেন।

এবারের বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, সেই শঙ্কাটা তাই বাসা বেঁধেছে সমর্থকদের মনে। দলের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি। সোচিতে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ। এই ম্যাচের জন্য অনুশীলনে নামার আগে একবার ফিটনেস পরীক্ষা করা হবে নেইমারের। তারপরই জানা যাবে, কি অবস্থা।

উল্লেখ্য শুক্রবার নিজেদের ২য় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে নেইমার জুনিয়রের ব্রাজিল।