রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে হেরে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে টপ ফেভারিটদের ০-১ গোলে হারায় মেক্সিকো। গেল সাত বিশ্বকাপে কখনো নিজেদের প্রথম ম্যাচে হার বা ড্র’র রেকর্ড ছিল না জার্মানির। সেখানে জোমাকিম লোর দল এদিন যেন আত্মসমর্পন করলো মেক্সিকোর বিপক্ষে। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন হিরভিং লোজানো।
গতিময় ফুটবলের জন্য বিখ্যাত জার্মানি এদিন তাদের নিজস্ব ঢঙেই খেলে গেল। ৬৭ শতাংশ বল নিজেদের দখলে রাখলো তারা। কিন্তু নিজেদের রক্ষণে দুর্গ তৈরি করে প্রতি আক্রমন নির্ভর খেলা খেলে গেলে দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকো। সেই কৌশলেই টানা দুই বার শিরোপা জয়ের মিশনে নামাদের আটকে দিল তারা।
এদিন ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার মেক্সিকোর। যার তিন মিনিট পর টনি ক্রুসের ফ্রি-কিক ফিরিয়ে দেন মিক্সিকোর গোলরক্ষক। ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। আর তখন থেকেই শুরুর হয়ে যায় চমকের গুঞ্জন। ম্যাচ শেষে যা রূপ নিল বাস্তবে। ১৯৯৮ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছিল জার্মানি। কিন্তু এদিন আর তেমন কিছু হলো না।
ইতিহাস বলছে শেষ সাত বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচম্যাচ গুলোতে মোট গোল করেছে ২০টি। যার মধ্যে ২০০২ সালে সৌদি আরবের বিপক্ষে গোল ছিল ৮টি। ২০০৬ সালে কোস্টারিকাকে দেয় ৪ গোল। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পর্তুগালকেও দেয় ৪টি করে গোল। কিন্তু রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই দলটাই গোলশূন্য! অথচ র্যাঙ্কিংয়ে জার্মানি যেখানে এক নম্বরে, মেক্সিকোর অবস্থান সেখানে ১৫।