ব্রাজিল নেইমার নির্ভর দল নয় : ম্যারাডোনা

আর্জেন্টিনার সবচেয়ে বড় সমালোচনা হলো, দলটি নাকি মেসিনির্ভর। লিওনেল মেসি ভালো করলে দল ভালো করবে, আর মেসি যদি ফেল করেন তবে দলের সর্বনাশ! শনিবার রাতে তার কিছুটা হলেও প্রমাণ পাওয়া গেছে আইসল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে হেক্সা মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবার অনেক গোছানো এবং শক্তিশালী। তিতের এই দলটিকে বেশ মনে ধরেছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার।

বিশ্বকাপজয়ী এই সুপারস্টার বলেছেন এবারের ব্রাজিল মোটেও নেইমার নির্ভর দল নয়। এই দলে দুর্দান্ত সব তারকা আছে। যাদের যে কোনো একজনই যে কোনো ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারেন। একই সঙ্গে দলটির কোচ তিতেও দুর্দান্ত। তার অধীনে এই দলটি দারুণ সংঘবদ্ধ। অথচ, এই ম্যারাডোনাই নিজ দেশ আর্জেন্টিনাকে ‘ফেবারিট’ হিসেবে দেখছেন না। বেশ কয়েকবার বিভিন্ন সাক্ষাতকারে কোচ হোর্হো সাম্পাওলিকে ‘অযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

এবার ব্রাজিল নিয়ে তার মত, ‘ব্রাজিল দলটিতে কোচ তিতেই সর্বেসর্বা। তার অধীনেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে দলটি। দুই বছর আগে যখন সে ব্রাজিলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেয়, তার পর থেকেই আমাদের লাতিন আমেরিকান প্রতিবেশিরা ২১ ম্যাচের মধ্যে ১৭টিতেই জিতেছে। হেরেছে মাত্র একটিতে। শুধু তাই নয়, আরও একটি পরিসংখ্যান দারুণ রোমাঞ্চ জোগাবে ব্রাজিল সমর্থকদের মনে। এই ২১ ম্যাচের মধ্যে গোল হজম করেছে মাত্র ৫টি। দিয়েছে ৪৭টি।’

বর্তমান ব্রাজিল দলটিকে নিয়ে অনেক আশা দেখছেন ‘হ্যান্ড অব গড’ খ্যাত ম্যারাডোনা, ‘তিতের অধীনে প্রতিটি বিভাগেই দারুণ উন্নতি করেছে তারা। সম্প্রতি তারা জিতেছে জার্মানি, রাশিয়া, ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে। দলটি নেইমার নির্ভর নয়। তিতের হাতে আরও বেশ কিছু অস্ত্র আছে। দারুণ প্রতিভাবান বেশ কিছু ফুটবলার রয়েছে। যদিও সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়ার বিপক্ষে তাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।’