যে কারণে আজ ভাল খেলতে পারলেন না মেসি!

রাশিয়া বিশ্বকপে শনিবার (১৬ জুন) মস্কোর স্পতার্ক স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপ থেকে মুখোমুখি টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা ও ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র আইসল্যান্ড। এবার লিওনেল মেসিকে ঘিরে আবারো আনন্দ উৎসব করার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা।

শুরুটা দারুণ করেছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সার্জিও আগুয়েরোতে সওয়ার হয়ে এগিয়ে যাওয়ার পর পরই গোল হজম করল তারা। ১-১ সমতা নিয়ে বিরতিতি গেল শিরোপা স্বপ্নচারীরা।

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় আগুয়েরোর গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা। মার্কোস রোহোর দুর্বল পাস আইসল্যান্ডের ডিফেন্ডারদের কাছ থেকে কেঁড়ে নিয়ে বা পায়ের শটে গোল করেন আগুয়েরো।

ঠিক তার ৯ মিনিটের মাথায় আবার আক্রমণে আর্জেন্টিনা। এবার গোল করার দ্বিতীয় সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। ডি মারিয়া আর আগুয়েরোর ওয়ান টু ওয়ান পাস থেকে বল পেয়েও আইসদের ডিফেন্সে পরাস্ত হন মেসি।

কিন্তু ভুল করেনি আইসল্যান্ড সের্জিও আগুয়েরো আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার কয়েক মিনিট পার না হতেই তাদের জালে বল পাঠালো। ফলে ম্যাচে এ মুহূর্তে ১-১ সমতায় খেলছে দু’দল।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
পেনাল্টি, তারপরও একি করলেন মেসি! অবশেষে আজ মেসি ভাল খেলতে না পারার কারণ জানা গেল! আর তা হলো মারাত্নক মনস্তাত্বিক চাপে মেসি, সুযোগ পেয়েও পেনাল্টি মিস করলেন।