জানেন, ঈদের নামাজ শেষে নগদ কত লাখ টাকা অনুদান দিলেন মুস্তাফিজ?

নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরায় পরিবারের সদস্যদের ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার। নিজ বাড়ির পাশে কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের নিজ বাড়ির পাশে জামে মসজিদ ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টার দিকে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এ সময় এই জামে মসজিদ ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য অনুদান দেন তিনি। ঈদের নামাজ শেষে তেঁতুলিয়া পূর্বপাড়ার এই জামে মসজিদ ঈদগাহ ময়দানের উন্নয়নে নগদ এক লাখ দশ হাজার টাকা অনুদানও দেন মোস্তাফিজ। ঈদগাহ মাঠের ইমাম মাওলানা হাফিজুর রহমান এ টাকা গ্রহণ করেন।

শনিবার সকালে নামাজের শেষে এলাকার সব মানুষ ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কোলাকুলি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন মুস্তাফিজ। ঈদগাহ থেকে বাসায় ফেরার পথে সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।