স্পেনের বিপক্ষে শুরুতেই গোল রোনালদোর

রাশিয়া বিশ্বকাপে শুক্রবার দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও পর্তুগাল। ‘বি’ গ্রুপে এই দুই দলের লড়াইটিই এবারের বিশ্বকাপের প্রথম হাই-ভোল্টেজ ম্যাচ হিসেবে মর্যাদা পাচ্ছে। এক দিকে যেমন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্যদিকে সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকের মতো মহাতারকা। এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায়ও জায়গা পাচ্ছে দুই দলই।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই অবশ্য গোল আদায় করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি পায় পতুর্গাল। স্পট কিক থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি সিআর সেভেন।

পরিসংখ্যান দুই দলের লড়াইয়ে অবশ্য এগিয়ে রাখছে স্পেনকে। এরআগে স্পেন-পর্তুগাল সবমিলে মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচে। যেখানে স্পেনের জয় ১৬টিতে। পর্তুগাল জিতেছে মাত্র ৬টিতে। ১৩টি ম্যাচ হলেছে ড্র। বিশ্বকাপে দুই দল একবারই মুখোমুখি হয়েছে। যেখানে ১-০ গোলে জয় স্পেনের।

কিন্তু একজন রোনালদো আছেন বলে পর্তগালের সামনে এসব পরিসংখ্যান দাঁড় করিয়ে লাভ কি। আর বিশ্বকাপ শুরুর দুদিন আগে কোচ ছাঁটাই হওয়া স্পেন দলটা কতটা নিজেদের গুছিয়ে নিতে পেয়েছে সে প্রশ্ন তো থাকছেই।