সেন্ট পিটার্সবার্গের গ্যালারি ভর্তি দর্শক, মোকাবিলায় ‘বি’ গ্রুপের দুই দল ইরান ও মরক্কো। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে দুই দলের এই লড়াইয়ে সাফল্য পাবে না কোনো দলই, ধরেই নিয়েছিল সবাই। মনে হয়েছিল গোলশূন্য সমতায় শেষ হবে ম্যাচটি। না, সবার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে ইরান। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
অবশ্য ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। শুরুতেই বেশ কয়েকটি সুযোগ পেয়ে যায় মরক্কো। কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। ইরানও একেবারেই পিছিয়ে ছিল না। সাফল্যে মরিয়া ছিল তারাও। প্রতিপক্ষের আক্রমণ সামলে কয়েকবার হানা দিয়েছিল সাফল্যের আশায়, কিন্তু আলোর মুখ দেখছিল না।
কিন্তু ইনজুরি সময়ে গিয়ে সাফল্য পায় এশিয়ার প্রতিনিধি ইরান। না, তারা নিজেরা গোল করতে পারেনি আত্মঘাতী গোলেই জয় পায়। ম্যাচের ইনজুরি সময়ের খেলা চলছিল তখন, মরক্কোর স্ট্রাইকার আজিজ বাহাদৌজ হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। আর উল্লাসে মাতিয়ে তোলেন ইরানকে।
এদিন প্রথম ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে মিসরকে হারিয়ে সূচনা করেছে। শেষ মুহূর্তের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
আগামী ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো ফেভারিট পর্তুগালের মুখোমুখি হবে। একইদিন ইরান লড়বে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের।