প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রাশিয়া, দেখুন বিস্তারিত

পর্দা উঠল রাশিয়া বিশ্বকাপের। বৃহস্পতিবার লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। যার ঠিক আধ ঘন্টা পরই মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে লড়ছে সৌদি আরব। ‘এ’ গ্রুপের ম্যাচের দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখার সময় প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে রাশিয়া।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় রাশিয়া। কর্ণার কিক ছিল গোলটির মূল উৎস সৌদি আরবের আক্রমণ ভাগে বার কয়েক রাশিয়ান খেলোয়াড়দের দেওয়া নেওয়া। এরপর রোমান জোবনিনের ক্রস থেকে ইউরি গাজিনস্কি বল জালে জড়ান। এক অর্থে ইতিহাসেও নাম উঠলো এই তারকার। রাশিয়া বিশ্বকাপে প্রথম গোল স্কোরার হলেন গাজিনস্কি।

লিড নেওয়ার পর রাশিয়া আরো দুর্দান্ত খেলতে থাকে। বেশিরভাগ সময় নিজেদের পায়ে বল ধরে রেখে খেলছে দলটি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে তারা। এবার গোলদাতা মিডফিল্ডার ডেনিস চেরিশিভ। ২৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।