আইপিএল থেকে চোট নিয়ে দেশে ফিরেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। পায়ের আঙ্গুলের সেই চোটের কারণে সদ্যই শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করবে টাইগাররা।
আর সেই টেস্ট সিরিজেও মোস্তাফিজকে পাওয়া নিয়েছে শঙ্কা। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন মোস্তাফিজ। উইন্ডিজ সফরের আগে ফিট হতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিজ। আর তাইতো ঈদের ছুটিতে যাওয়ার আগে ফিজিও তাকে অনেক কাজ দিয়েছে।
আজ বুধবার ইনজুরি প্রসঙ্গে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, ‘এখন অনেক ভালো, প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছি। এখন সেটাই প্রতিদিন মেনে চলার চেষ্টা করছি। সব মিলিয়ে ভালোই। আমাকে ঈদের জন্য কয়েকদিনের প্রোগ্রাম দিয়ে দিয়েছে। ঈদের পর আবার চেক করবে।’
আইপিএল থেকেই চোট নিয়ে আসেন মোস্তাফিজ। তবে ইনজুরির জন্য আইপিএলকে দোষ দিচ্ছেন না মোস্তাফিজ। তিনি বলেন, ‘খেলতে গেলে এমন ইনজুরি হবেই। এখন আমার কপালে এমন ছিল, কি করার আছে। আফসোস তো থাকারই কথা। সব ক্রিকেটারের জন্যই এটা সত্য। কি করব এখন, আমি চেষ্টা করি সবসময় ফিট থাকার। কিন্তু ইনজুরি হলে কিছু করার নেই।’