নিশ্চই আফগানিস্তানের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আফগান ক্রিকেটের নতুন যুগের সূচনায় ভাগ্য যদিও সঙ্গ দিল না রশিদ খানদের। বিশ্বের এক নম্বর দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে টসে হারতে হল আফগানিস্তানকে।
কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামা অজিঙ্ক রাহানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং বল হাতেই দ্বাদশ দেশ হিসাবে টেস্টের কুলিন ফরম্যাটে আত্মপ্রকাশ আফগানদের।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহাজাদ, জাভেদ আহমাদী, রহমত শাহ, আসার স্ট্যানিকজাই (অধিনায়ক), হাশমতুল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, আফসার জাজাই , রশিদ খান, ইয়ামিন আহমদজাই, ওয়াফাদার, মুজিব-উর-রহমান।
ভারত একাদশ: মুরালি বিজয়, শেখর ধাওয়ান, চেতশ্বর পুজারা, লোকেশ রাহুল, অজেঙ্কা রাহানে (অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব।