চমক দেখানো স্কটল্যান্ড ৮২ রানেই শেষ

কয়েকদিন আগেই ক্রিকেট দুনিয়ার অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে একদিনের ম্যাচে দাপটের সাথে হারিয়ে ক্রিকেট মহলে হৈ চৈ ফেলে দিয়েছে নেদারল্যান্ড। ইংল্যান্ডকে পরাজিত করা দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে ধবলধোলাইয়ের ফলে সেই উচ্ছ্বাস বেশিদিন টিকে রইল না। প্রথম ম্যাচে কিছুটা হলেও লড়াই করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাক বোলারদের তোপে লজ্জায় পরতে হয়েছে স্কটিশদের।

টস জয়ী পাকিস্তানকে এদিন ভালো শুরু এনে দেন আহমেদ শেহজাদ ও ফখর জামান। তবে সম্ভাবনাময় শুরুকে বড় ইনিংসে রূপ দিতে আবারও ব্যর্থ দুজনই। ২৫ বলে ৩৩ করেছেন ফখর। ২২ বলে ২৪ শেহজাদ।

তিনে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি হুসাইন তালাত। আগের দিনের নায়ক সরফরাজ এদিন পারেননি ঝড় তুলতে। তবে মালিক জ্বলে ওঠেন আবারও। আগের ম্যাচে ৫ ছক্কায় করেছিলেন ৫৩। এদিন আবারও ৫ ছক্কায় ২২ বলে অপরাজিত ৪৯। তার সৌজন্যেই শেষ ৬ ওভারে পাকিস্তান তুলতে পারে ৬৮ রান।

এডিনবরায় বুধবার পাকিস্তানের ১৬৬ রানের জবাবে স্কটল্যান্ড গুটিয়ে যায় ৮২ রানেই।

লক্ষ্য খুব বড় না হলেও পাকিস্তানী বোলিংয়ের সামনে যে দাঁড়াতেই পারল না স্কটল্যান্ড। আমিরের বদলি হিসেবে দলে জায়গা পাওয়া উসমান খান শুরুতেই নাড়িয়ে দেন স্কটিশ টপ অর্ডার। আগের ম্যাচে ঝড়ো উদ্বোধনী জুটি গড়া দুই ওপেনারকেই ফেরান এই বাঁহাতি পেসার।

তিনে নেমে রিচি বেরিংটন চেষ্টা করেছিলেন দ্রুত রান তোলার। ১৫ বলে ২০ রান করা ব্যাটসমানকে থামিয়েছেন ফাহিম আশরাফ।

এরপর এক পাশে ক্যালাম ম্যাক্লাউড টিকে থাকলেও আরেক পাশে ছিল ব্যাটসম্যানদের আসা যাওয়া। রান আউটে কাটা পড়েছে স্কটিশদের তিন ব্যাটসম্যান। ২৭ বলে ২৫ রান করে ম্যাক্লাউডও ফিরেছেন শেষ দিকে। ১৫ ওভারের আগেই শেষ ইনিংস।

৫ রানে ৩ উইকেট নিয়েছেন ফাহিম। তবে নতুন বলে ২ ওভারে ৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁহাতি পেসার উসমান।