চলছে মাহে রমজান মাস। এ মাস মুসলমানদের জন্য ইবাদতের ইবাদতের শ্রেষ্ঠ মাস। ২৮ রমজানে মক্কার পরিচ্ছন্ন কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে বসে ইফতার করলেন শাইখ আবদুর রহমান আস-সুদাইস।তিনি মসজিদুল হারাম শরিফের প্রধান ইমাম ।
পরিচ্ছন্ন কর্মী এবং মক্কার সেবকদের একটি বড় অংশ বাংলাদেশী প্রবাসী । জানা যায়, ২৮ রমজান, বুধবার আছরের নামাজের পরপরই তিনি উপস্থিত হন ।
কর্মীদের সঙ্গে বসে, পবিত্র মক্কা-মদিনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে তিনি দোয়াও মোনাজাত করেন। শেষে পরিচ্ছন্ন কর্মী এবং হারাম শরিফের সেবক কর্মীদের সঙ্গে বসে ইফতার করেন ।মক্কার প্রধান ইমামের সাথে ইফতার করে বাংলাদেশী প্রবাসীরা অনেকটা খুশি হয়েছেন।