আরব দেশ গুলোর মধ্যে কয়েক মাস ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে । এর মধ্যে অন্যতম সৌদি আরব । প্রতিবেশি দেশগুলোর মশ্যে সম্পর্ক ভাল নেই সৌদি অরবের ।বিশেষ করে ইয়েমেনের সাথে। দু দেশের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা।
এবার সৌদি-আরব আমিরাত মিলে হামলা করছে ইয়েমেনে জানা গেছে সম্প্রতি উপসাগরীয় সহযোগিতা পরিষদের বাইরে এসে দুটি দেশ মিলে সামরিক ও বাণিজ্যিক মিত্র হওয়ার ব্যাপারে প্রথমবারের মতো আলোচনা করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ওই আলোচনার পর জানানো হয়েছিল, আমিরাতের সঙ্গে চুক্তি হলে দেশ দুটির সেনারা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সরিয়ে দিতে একযোগে অভিযান চালাবে।
জোট গঠনের আলোচনার পর বন্দর নগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও সংযুক্ত অারব আমিরাত। এর আগে গত তিন বছর ধরে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট লড়াই চালিয়ে আসছে। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পেছনে রয়েছে ইরান।
জানা গেছে, বুধবার সকালে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সৌদি জোটের চালানো বিমান হামলায় সহায়তা করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির নির্বাসিত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাসিত সরকার এখন পরিশ্রান্ত হুদায়দা বন্দর থেকে হুথি বিদ্রোহীদের শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে। কেবল হুথি বিদ্রোহীদের পতনের মাধ্যমে হুদায়দা মুক্ত হবে।তাছাড়া এর মধ্য দিয়ে বাব আল-মান্দাব প্রণালীতে সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপদ এবং ইরানের হাত কেটে যাবে।দিন দিন ইয়েমেন ও সৌদি আরব সাথে সম্পর্ক ভয়ংকর রুপ ধারন করছে।