বিদেশি পুরুষের সঙ্গে যৌনমিলন না করার পরামর্শ রাশিয়ার

রাশিয়ায় এখন বিশ্বকাপের আমেজ। বিশ্বকাপ উপলক্ষ্যে রাশিয়ায় যাচ্ছে হাজার হাজার বিদেশি। এমন সময়ে বিদেশি পুরুষের সঙ্গে যৌনমিলন না করার জন্য রাশিয়ার নারীদের পরামর্শ দিয়েছেন দেশটির এক সিনিয়র আইনপ্রণেতা।
নারী, পরিবার ও শিশু বিষয়ক দুমা কমিটির চেয়ারপার্সন তামারা প্লেটনয়োভা রেডিও স্টেশন গভোরিত মোস্কভাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি সিঙ্গেল মাদার বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

তামারা প্লেটনয়োভা বলেছেন, ‘রাশিয়ার নাগরিকদের রাশিয়ার নাগরিককেই বিয়ে করা এবং পরিবার গঠন করা, সন্তান জন্ম দেয়া ও সন্তানদের শিক্ষিত করে তোলা উচিৎ।’
১৯৮০ সালে মস্কো অলিম্পিকের পর রাশিয়ায় জন্মহার বেড়ে গিয়েছিল যেসব সন্তানদের মধ্যে বেশিরভাগেরই বাবা ছিল বিদেশি নাগরিক। আর তখন সোভিয়েত রাশিয়ায় গর্ভনিরোধ পদ্ধতিও অতোটা সহজলভ্য ছিল না।

এ বিষয়ে তামারা প্লেটনয়োভা বলেছেন, ‘এসব শিশুরা ভোগান্তির শিকার হয়। এমনকি সোভিয়েত সময়েও তারা তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা এটি ভালোভাবেই জানেন। তারা যদি একই জাতির হয় তাহলে ভালো। কিন্তু তারা যদি ভিন্ন জাতির হয় তাহলে সেটি ভালো না। আমি জাতীয়তাবাদী নই। আমি শিশুদের ভোগান্তির কথা জানি। তারা এখানে তাদের মায়ের সঙ্গে থাকে।’