উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার হুমকি আর নেই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার হুমকি আর নেই। বিশ্বের জন্য উত্তর কোরিয়া এখন আর হুমকি নয়। বুধবার এক টুইটবার্তায় এ কথা জানান তিনি।

টুইটে ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠকটি খুবই ইতিবাচক একটি অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখন সবাই অনেক বেশি নিরাপদ বোধ করতে পারেন।

এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছার কথা জানান ট্রাম্প। কিন্তু খুব শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে জানান তিনি।

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম(কেসিএনএ) জানিয়েছে, ট্রাম্প-কিম্প বৈঠকে উত্তর কোরিয়া সফল হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।