টোকাইয়ের ঈদ
শরীফ সাথী
ক্ষুধার জ্বালায় দিনে রাত্রে
হয়ে আছি কাবু,
একটি জামা দাওনা কিনে
ওগো ধনী বাবু ৷
পথেই আমরা ঘুরিফিরি
পথেই করি বাস,
টোকাই বলে কত জনে
করে উপহাস ৷
সবার মত ঈদের দিনে
নতুন পোশাক চাইতো,
বারেবারে ঘুরছি দ্বারে
দু’হাত পেতে তাইতো ৷
ঈদের খুশি সবার সাথে
ভাগাভাগি করতে,
পাখির মত বেরিয়েছি
এগাঁ সেগাঁ চরতে ৷