সরফরাজ ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

ওয়ানডের শীর্ষ দল ইংল্যান্ডকে এডিনবার্গে দিন তিনেক আগে হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করা স্কটল্যান্ডকে মাটিতে নামাল পাকিস্তান। মঙ্গলবার একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে তাদের ৪৮ রানে হারিয়েছে সরফরাজ বাহিনী।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সরফরাজ আহমেদ ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে পাকিস্তান। ২০৫ রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমে শাদাব খানের ঘূর্ণি ও হাসান আলীর পেসে ৬ উইকেটে ১৫৬ রান করতে সক্ষম হয় স্কটিশরা।

সরফরাজ ৪৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৯ করে অপরাজিত থাকেন। আর ২৭ বলে ৫টি ছক্কায় ৫৩ করেন মালিক।

এডিনবরায় ২০৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের কোনো ব্যাটসম্যান থিতু হতে না পারায় লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ করে তারা।

পাকিস্তানে বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান হাসান আলী ও শাদাব খান। একটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ আমির।

ম্যাচ সেরা হন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

১৩ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।