টি-টোয়েন্টি নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। তবে শুধু ফাইনালে নয়, গ্রুপ পর্বেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় মেয়েদের।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় সোনারগাঁও ইফতার ও দোয়া মাহফিল শুরুর আগে ১ ঘণ্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বোর্ড পরিচালকদের মধ্যে। আর বোর্ড পরিচালকদের এই সভায় আলোচনা করা হয়েছে সাকিব আল হাসানের টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গে।
দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটা ভালো ভাবে নেয়নি বিসিবি। এমনকি বাংলাদেশ দলের অধিনায়কত্ব বদলের কথাও ভাবছে ববিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু করে সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত হয় বোর্ড পরিচালকদের সভা। সেই সভা শেষে নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে সাকিব আল হাসানের বদলে আবারও মুশফিকুর রহিমকে টেস্ট অধিনায়ক করার প্রস্তাব উঠেছে সভায়।